সৌমিত্র চট্টোপাধ্যায় ও নির্মাল্য আচার্য সম্পাদিত ' এক্ষণ ' সম্পর্কে আলাদা করে কিছু বলবার প্রয়োজন পড়ে না । আমাদেরকে এক্ষণের সংখ্যা ডিজিটাইজ করতে দিয়েছেন বিশিষ্ট আর্কাইভিস্ট বরুণ চট্টোপাধ্যায় ।তাঁর প্রতি জানাই ভালোবাসা ও কৃতজ্ঞতা ।
নিচের সংখ্যাগুলি ডিজিটাইজ করেছেন কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

Comments
Post a Comment