Skip to main content

সবুজপত্র




কবিতা  পত্রিকার সম্পাদক বুদ্ধদেব বসুর মতে সবুজ পত্র'ই  হলো বাংলা ভাষার প্রথম লিটল ম্যাগাজিন । যদিও এই নিয়ে মতান্তর রয়েছে । অনেকেই বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শনকে  প্রথম লিটল ম্যাগাজিনের মর্যাদা দিতে রাজি । কোনো রকম বিতর্কে না গেলেও এই কথাটি অস্বীকার করবার কোনো উপায় নেই যে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র  বাংলা ভাষায় সাধু থেকে চলিতের প্রণয়ন করে । এমনকি রবীন্দ্রনাথও তাঁর গদ্যশৈলীর ক্ষেত্রে এই পত্রিকার অবদানের কথা স্বীকার করেছেন । আমাদের এবং আগামী প্রজন্মের জন্যে সবুজ পত্রের  সমস্ত সংখ্যা আর্কাইভ করা হলো ।


প্রথম বছরের প্রতিটি সংখ্যা   | দ্বিতীয় বছরের প্রতিটি সংখ্যা

তৃতীয় বছরের প্রতিটি সংখ্যা |  চতুর্থ বছরের প্রতিটি সংখ্যা

পঞ্চম বছরের প্রতিটি সংখ্যা |  ষষ্ঠ বছরের প্রতিটি সংখ্যা

সপ্তম বছরের প্রতিটি সংখ্যা |  অষ্টম বছরের প্রতিটি সংখ্যা 

নবম বছরের প্রতিটি সংখ্যা |   দশম বছরের প্রতিটি সংখ্যা

Comments

Popular Post

পশ্চিমবঙ্গ পত্রিকা

  নজরুল সংখ্যা  ; প্রকাশকাল ১৯৭৮ সুকান্ত সংখ্যা   ; প্রকাশকাল ১৯৮১ কলকাতা সংখ্যা   ; প্রকাশকাল  আগস্ট ১৯৮৯ গ্রন্থাগার সংখ্যা ; প্রকাশকাল  সেপ্টেম্বর ১৯৮০ শহীদ ক্ষুদিরাম জন্মশতবার্ষিকী সংখ্যা  ; প্রকাশকাল জানুয়ারি,১৯৯০ সত্যজিৎ রায় বিশেষ সংখ্যা ; প্রকাশকাল ১৯৯২ শতাব্দীর বাংলা ও বাঙালি   ; প্রকাশকাল ১৯৯৪ গান্ধী সংখ্যা ; জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৯৫ রবীন্দ্র সংখ্যা ; প্রকাশকাল  মে , ১৯৯৫ সাঁওতাল বিদ্রোহ   ; প্রকাশকাল আগস্ট, ১৯৯৫ তেভাগা আন্দোলন সংখ্যা   ; প্রকাশকাল ১৯৯৭ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সংখ্যা ; প্রকাশকাল আগস্ট,১৯৯৭ শিবনাথ শাস্ত্রী সংখ্যা   ; প্রকাশকাল জানুয়ারি , ১৯৯৮ স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি সংখ্যা ; প্রকাশকাল  এপ্রিল , ১৯৯৯ ক্রোড়পত্র আর্নেস্ট হেমিংওয়ে   ; প্রকাশকাল ২০০০ ফ্যাসিবাদ বিরোধী ফেদেরিকো গার্সিয়া লোরকা স্মরণ সংখ্যা   ; প্রকাশকাল ২০০০  রবীন্দ্রনাটক সংখ্যা   ; প্রকাশকাল  মে ২০০৪  সাঁওতাল বিদ্রোহের ১৫০ বছর   ; প্রকাশকাল ২০০৫ বাংলা সংগীত  ; প্রকাশকাল এপ্রিল ২০০৫ বাংলা সংগীত ; প্রকাশকাল এপ্রিল ২০০৬ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও   ; প্রকাশকাল ২০০৮ মানিক বন্দ্যোপাধ্যায় বিশেষ

দিবারাত্রির কাব্য

শ্রী গোপাল মল্লিক লেন , কলকাতা থেকে প্রকাশিত ও সম্পাদক আফিফ ফুয়াদ সম্পাদিত পত্রিকা দিবারাত্রির কাব্য । এই পত্রিকার মানিক বন্দ্যোপাধ্যায় বিশেষ সংখ্যাটি ডিজিটাইজ করেছেন , কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তাঁদেরকে জানাই ভালোবাসা ও কৃতজ্ঞতা । মানিক বন্দ্যোপাধ্যায় সংখ্যা

সৃষ্টির একুশ শতক

অরুণ কুণ্ডু সম্পাদিত ও ঝামাপুকুর লেন , কলকাতা থেকে প্রকাশিত পত্রিকা ' সৃষ্টির একুশ শতক' । কিছু সংখ্যা আর্কাইভ করা হলো । মুক্তিযুদ্ধের ৫০ বছর