কবিতা পত্রিকার সম্পাদক বুদ্ধদেব বসুর মতে সবুজ পত্র'ই হলো বাংলা ভাষার প্রথম লিটল ম্যাগাজিন । যদিও এই নিয়ে মতান্তর রয়েছে । অনেকেই বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শনকে প্রথম লিটল ম্যাগাজিনের মর্যাদা দিতে রাজি । কোনো রকম বিতর্কে না গেলেও এই কথাটি অস্বীকার করবার কোনো উপায় নেই যে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র বাংলা ভাষায় সাধু থেকে চলিতের প্রণয়ন করে । এমনকি রবীন্দ্রনাথও তাঁর গদ্যশৈলীর ক্ষেত্রে এই পত্রিকার অবদানের কথা স্বীকার করেছেন । আমাদের এবং আগামী প্রজন্মের জন্যে সবুজ পত্রের সমস্ত সংখ্যা আর্কাইভ করা হলো ।
প্রথম বছরের প্রতিটি সংখ্যা | দ্বিতীয় বছরের প্রতিটি সংখ্যা
তৃতীয় বছরের প্রতিটি সংখ্যা | চতুর্থ বছরের প্রতিটি সংখ্যা
পঞ্চম বছরের প্রতিটি সংখ্যা | ষষ্ঠ বছরের প্রতিটি সংখ্যা
Comments
Post a Comment