আফগানিস্তানের সাময়িক পত্র এই মুহূর্তে বিলুপ্তির পথে , যার অন্যতম প্রধান কারণ , সেই দেশেরই বিভিন্ন সময়ে গঠিত সরকার সেগুলিকে নষ্ট করে দেয় । এখন যে সামান্য দুষ্প্রাপ্য পত্র পত্রিকা পাওয়া যাচ্ছে বা ডিজিটাইজ করা সম্ভব হচ্ছে তা সম্পূর্ণ ভাবেই ব্যক্তি সংগ্রহ থেকে ।যুদ্ধ বিদ্ধস্ত এই দেশের সাময়িকীকে বাঁচানোর তাগিদে এগিয়ে এসেছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় যাঁরা বিভিন্ন ফাউন্ডেশনের সহযোগিতায় গড়ে তুলেছেন আফগানিস্তান ডিজিটাল আর্কাইভ ।
এই আর্কাইভ থেকে মোট দশটি সাময়িকপত্র আমাদের আর্কাইভে সংযুক্ত করা হলো ।
- শামস-আল-নাহার ( প্রকাশকাল ১৮৭৩-১৮৭৭ )
- সিরাজ-আল-আকবর-ই-আফগানিয়া ( প্রকাশকাল ১৯১১-১৯১৮ )
- মুয়ারিফ-ই-মারিফ ( প্রকাশকাল ১৯১৯-১৯২০ )
- তমসসুক আল-কুজ্জত-আল-আমানিয়া ( প্রকাশকাল ১৯২১-১৯২২)
- আইনাহ-ই-ইরফান-মজমুয়াহ-ই-তারিখি (প্রথম প্রকাশ ১৯২৪ )
- হকিকত ( প্রকাশকাল ১৯২৪-২৫)
- আনিস ( প্রথম প্রকাশ ১৯২৭ )
- হায় আলাহ-আল-ফালাহ ( প্রথম প্রকাশ ১৯৩০ )
- কাবুল ( প্রথম প্রকাশ ১৯৩১ )
- হাবিব আল-ইসলাম ( সাপ্তাহিক পত্রিকা , বিশ শতকে প্রকাশিত )
Comments
Post a Comment