বারোমাস পত্রিকা সম্পাদক অশোক সেন সম্পাদিত একটি সুবিখ্যাত পত্রিকা । নবীন সরকার লেন , কলকাতা থেকে প্রকাশিত এই পত্রিকাটির প্রকাশের ক্রম ছিল বার্ষিক । বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় এই পত্রিকার নয়টি সংখ্যা ডিজিটাইজ করে আমাদের কৃতজ্ঞতাবশে আবদ্ধ করেছেন । সংখ্যাগুলি আর্কাইভ করা হলো ।
বারোমাস পত্রিকা সম্পাদক অশোক সেন সম্পাদিত একটি সুবিখ্যাত পত্রিকা । নবীন সরকার লেন , কলকাতা থেকে প্রকাশিত এই পত্রিকাটির প্রকাশের ক্রম ছিল বার্ষিক । বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় এই পত্রিকার নয়টি সংখ্যা ডিজিটাইজ করে আমাদের কৃতজ্ঞতাবশে আবদ্ধ করেছেন । সংখ্যাগুলি আর্কাইভ করা হলো ।
Calcutta Universityr ei digitizedgulo ki neee paoa jay?
ReplyDeleteকি নিয়ে পাওয়া যায় বলতে ঠিক বুঝলাম না দাদা। যদি একটু বিস্তারিত বলেন তাহলে আমাদের উত্তর দিতে সুবিধে হবে।
Deletebaromaser 2008 volume ta ki paoa jete pare
ReplyDelete