অজিতেশ ভট্টাচার্য সম্পাদিত মধুপর্ণী । যে পত্রিকার নামাঙ্কিত পুরস্কার মধুপর্ণি পুরস্কার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি তুলে দেন লিটল ম্যাগাজিন সম্পাদকদের হাতে ,লিটল ম্যাগাজিন সম্পাদনায় অন্ন্যসাধারন কৃতিত্বের জন্যে । এই পত্রিকাকে ' কালেক্টর'স ডিলাইট ' বললেও বোধহয় ভুল হবে না ।
সংখ্যাগুলির ডিজিটাইজেশনের জন্যে কৃতজ্ঞতা জানাই কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ।
উত্তরবঙ্গ বিশেষ সংখ্যাটি আমাদের ডিজিটাইজ করতে দিয়েছেন বরুণ চট্টোপাধ্যায় । তাঁর প্রতি জানাই ভালোবাসা ও কৃতজ্ঞতা ।
Comments
Post a Comment