রথতলা , বারাসাত থেকে প্রকাশিত পত্রিকা তবুও প্রশ্ন , যার ট্যাগলাইন ' শিল্প সাহিত্য ও লিটল ম্যাগাজিন বিষয়ক লিটল ম্যাগাজিন ' । সম্পাদক মৃণাল নন্দী ও বিপ্লব বড়াল । এই পত্রিকার চারটি সংখ্যা আর্কাইভ করা হলো ।
ব্যবহৃত প্রচ্ছদটি সম্পূর্ণ কাল্পনিক । পত্রিকার মূল প্রচ্ছদ না পাওয়ার কারণে তৈরী করা হয়েছে কমলকুমার মজুমদার সম্পাদিত বিখ্যাত পত্রিকা ' অঙ্ক ভাবনা ' আর্কাইভ করা হলো । সংখ্যা দু'টির মূল কপি রয়েছে কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরিতে এবং ডিজিটাইজ করেছেন হাইডেল্বার্গ বিশ্ববিদ্যালয় । প্রথম বছর প্রথম সংখ্যা প্রথম বছর দ্বিতীয় সংখ্যা
Comments
Post a Comment