দীর্ঘ তিরিশ বছরের পথ অতিক্রান্ত করে প্রণবকুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায় কবিতা ও কবিতা বিষয়ক গদ্যের কাগজ , ' ক্লেদজ কুসুম ' এক স্বতন্ত্র রুচি তৈরী করেছে পাঠকের মনে । এই পত্রিকার বিগত কিছু সংখ্যা শ্রদ্ধেয় সম্পাদক নিজেই ডিজিটাইজ করে তুলে দিয়েছেন পাঠকের হাতে । সংখ্যাগুলিকে আর্কাইভ করা হলো ।

Comments
Post a Comment