Skip to main content

Popular Post

দাহপত্র

দহন প্রক্রিয়ার পত্ররূপ 'দাহপত্র' পত্রিকা প্রকাশিত হয় হুগলি জেলার ঐতিহ্যবাহী শহর চন্দননগর থেকে । সম্পাদক কমল কুমার দত্ত । 📌 জুন ২০০৩ সংখ্যা ( ক্রোড়পত্র কৃষ্ণগোপাল মল্লিক ) 📌 ডিসেম্বর ২০০৫ সংখ্যা ( ক্রোড়পত্র সন্দীপন চট্টোপাধ্যায় ) 📌 দীপক মজুমদার বিশেষ সংখ্যা

নিম্নগাঙ্গেয় সুন্দরবন সংস্কৃতি পত্র

পত্রিকা : নিম্নগাঙ্গেয় সুন্দরবন সংস্কৃতি পত্র প্রকাশকাল : ২০০৩ প্রকাশস্থান : সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা সম্পাদক : বিমলেন্দু হালদার [ সংখ্যাটির ডিজিটালাইজেশনের জন্যে শ্রদ্ধেয় সৌমেন নাথ দাদা এডিটিং এর জন্যে সন্তু বাগ দাদা ও সংরক্ষণের জন্যে ধুলোখেলা কর্তৃপক্ষকে জানাই কৃতজ্ঞতা ও ভালোবাসা ] তৃতীয় সংখ্যা , জুলাই-আগস্ট ২০০৩

ক্লেদজ কুসুম

  দীর্ঘ তিরিশ বছরের পথ অতিক্রান্ত করে প্রণবকুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায় কবিতা ও কবিতা বিষয়ক গদ্যের কাগজ , ' ক্লেদজ কুসুম ' এক স্বতন্ত্র রুচি তৈরী করেছে পাঠকের মনে । এই পত্রিকার বিগত কিছু সংখ্যা শ্রদ্ধেয় সম্পাদক নিজেই ডিজিটাইজ করে তুলে দিয়েছেন পাঠকের হাতে । সংখ্যাগুলিকে আর্কাইভ করা হলো । ১৪১৪ বঙ্গাব্দ   | ১৪১৫ বঙ্গাব্দ | ১৪১৬ বঙ্গাব্দ ১৪১৭ বঙ্গাব্দ | ১৪১৮ বঙ্গাব্দ | ১৪১৯ বঙ্গাব্দ