তাঁত নিয়ে যেমন ' টানাপোড়েন ' কাজ করছে, কৃষি নিয়ে ' বসুন্ধরা ' ঠিক ততটাই চমকপ্রদ। এখনো পড়বার সুযোগ না হলেও ডিজিটাইজেশনের সময় বেশ কিছু শিরোনাম ও ছবি চোখে পড়েছে। একটি সংখ্যায় দেখলাম রয়েছে জাপানের কৃষিকাজ নিয়ে প্রবন্ধ, রবীন্দ্রনাথের সমবায় ভাবনা, আবার একটি তে রয়েছে গাছ লাগানোর সপক্ষে কার্টুন। কৃষি নিয়ে কবিতা এমন কী গল্প পর্যন্ত! রয়েছে বিভিন্ন জেলার কৃষি ভিত্তিক খবরাখবর। এরকম পত্রিকা যে এখন আর কেন প্রকাশিত হয় না!
নিচের সংখ্যাগুলি ডিজিটাইজ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
বৈশাখ-জৈষ্ঠ্য,আষাঢ়-শ্রাবণ ভাদ্র-আশ্বিন,কার্তিক-অগ্রহায়ণ ১৩৫৬
বৈশাখ-জৈষ্ঠ্য-ভাদ্র-অগ্রহায়ণ-পৌষ-মাঘ-ফাল্গুন-চৈত্র ১৩৭৩
বৈশাখ-কার্তিক-অগ্রহায়ণ-পৌষ-মাঘ-ফাল্গুন-চৈত্র ১৩৭৬
Comments
Post a Comment