আত্মপ্রকাশ সংখ্যার প্রচ্ছদ
" প্রথম যখন রামানন্দ বাবু প্রদীপ ও পরে প্রবাসী বের ক'রলেন তাঁর কৃতিত্ব ও সাহস দেখে মনে বিস্ময় লাগল ।আকারে বড়ো, ছবিতে অলঙ্কৃত ,রচনায় বিচিত্র, এমন দামী জিনিষ যে বাংলাদেশে চলতে পারে বিশ্বাস হয়নি ।তাছাড়া এর আগে বাংলা সাময়িক পত্রে সময় রক্ষা করে চলার বাঁধাবাঁধি ছিল না ।"
সুধীন্দ্রনাথ দত্ত'কে লেখা "পত্রিকা" শীর্ষক পত্র প্রবন্ধে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ।
রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী সম্পর্কে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না । বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় এই পত্রিকার প্রতিটি সংখ্যাই ডিজিটাইজ করে আমাদেরকে কৃতজ্ঞতাবশে আবদ্ধ করেছেন । আপাতত প্রথম পনেরো বছরের প্রতিটি সংখ্যা আর্কাইভ করা হলো ।
Comments
Post a Comment